বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের মা নুরজাহান আক্তার মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শনিবার ভোর ৪টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।
ব্যক্তিগত কাজে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন ফারুক আহমেদ। চলমান লকডাউনে ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফিরতে পারছেন না তিনি। এমন অবস্থায় মায়ের মৃত্যুর খবর শুনলেন।
নুরজাহান আক্তারের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসেন অব বাংলাদেশ (কোয়াব)।
Drop your comments: