যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত।
সকাল সাড়ে আটটা থেকে কনস্যুলেট প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কনসাল জেনারেল, স্থানীয় আওয়ামী লীগ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ প্রেসক্লাব, এনটিভি ফোরাম, উমেন অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক সংগঠন সমূহ শ্রদ্ধা নিবেদন করে।
পরে কনস্যুলেট হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা।
এসময় তিনি বলেন, ১৫ আগস্ট একজন বঙ্গবন্ধু মৃত্যুবরণ করেননি। বাঙালী জাতি পড়েছে কঠিন পরীক্ষার মধ্যে। শেখ মুজিবুর রহমান অনন্ত জীবিত। যে কারণে আমরা বঙ্গবন্ধুকে ভুলতে পারি না। আর সে কারণে বাঙালী জাতিকেও ভুলতে পারি না।
তিনি বলেন, বাঙালী মুজিব জাতি। মুজিব একটি আদর্শের নাম। বঙ্গবন্ধু আজীবন শোষিত ও মুক্তিকামী মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তাই আজ তার আদর্শ ও দর্শন আমাদের জন্য আধুনিক চিন্তাধারা তৈরির ক্ষেত্রে অমূল্য সম্পদে পরিণত হয়েছে।
লেবার কনসাল ফাতেমা জাহানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কমিউনিটি ব্যক্তিত্ব মাহতাবুর রহমান নাসির, রাজা মল্লিক, ইসমাইল গণি চৌধুরী, নেসার রেজা খান, আবিদা হোসেনসহ আরও অনেকে৷
পরিশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।