আব্দুল্লাহ আল শাহীন, ইউএই থেকেঃ দুবাই এক্সপোতে স্বল্প খরচে টেকসই ও পরিবেশবান্ধব আবাসন গড়ে তোলার সক্ষমতা তুলে ধরেছে বাংলাদেশ। ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আবাসন তৈরির পদ্ধতি উপস্থাপন করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুবাই এক্সপো’র বাংলাদেশ প্যাভিলিয়নের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহিদুল্লাহ খন্দকার। সেমিনার থেকে নির্মাণসামগ্রী ও প্রযুক্তি নিয়ে বাংলাদেশের এক্সপার্টদের গবেষণার কথাও উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে বুয়েটের শিক্ষার্থী ও গবেষণা উল্লেখযোগ্য।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেমায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন৷ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পক্ষ থেকে উপস্থিত থেকে সেমিনার পেপার উপস্থাপন করেন চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হায়দার, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শহিদুল আলম, চট্টগ্রাম নগর কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সঞ্চালনায় স্পেশালিষ্ট হিসেবে ছিলেন, ড. খুরশীদ জাবিন হোসেন তৌফিক, লায়লা আহমদ, আশরাফুল ইসলাম।
সেমিনারে আরব আমিরাত, মিসর, মালয়েশিয়া, ভারতের পেশাজীবি, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।