সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল এঁর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদ্যাপন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী, জনাব এম. এ. মান্নান, এম পি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও কনস্যুলেট জেনারেল এর কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ স্থানীয় সময় বিকাল ৪:৩০ টায় শহিদ শেখ রাসেল এরঁ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর শেখ রাসেল দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণীসমূহ পাঠ করা হয়। দিবসটি উপলক্ষ্যে শেখ রাসেল এর উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, কনসাল জেনারেলসহ কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) ও কমার্শিয়াল কাউন্সেলর শেখ রাসেল দিবসের উপর বিশেষ আলোচনা করেন। মাননীয় মন্ত্রী উক্ত অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন। আলোচনার শুরুতে শহিদ শেখ রাসেলসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যসহ শাহাদাৎ বরণকারী সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। তিনি বলেন ঘাতকরা শহিদ শেখ রাসেলকে হত্যা করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু তারা সফল হয়নি। আজ শেখ রাসেল মানবিক সত্তা হিসেবে বেঁচে আছেন সবার মাঝে। সবার কাছে শেখ রাসেল একটি ভালোবাসার নাম। উক্ত অনুষ্ঠানে দুইশতাধিক প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশী স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী শেষে প্রবাসী বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানের পর শহিদ শেখ রাসেল-এর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে আগত সকল অতিথিকে আপ্যায়ন করা হয়।