বাংলা এক্সপ্রেস ডেস্কঃ সিলেটের গোলাপগঞ্জে মানবপাচার দলের জামিল আহমদ ওরফে আব্দুল হাফিজ (৩৫) নামের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে এসএমপি’র এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জামিল নগরের মজুমদারী এলাকার তরঙ্গ ৩/১ বাসার আব্দুল কাইয়ুমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের নিমাদল গ্রামের গেদা মিয়ার ছেলে দেলোয়ার হোসেনকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে বাদির কাছ থেকে ৯ লাখ টাকার চুক্তি করে। চুক্তির পর ভিকটিম দেলোয়ার ছয় লাখ টাকা পরিশোধ করেন। পরে পাচারকারীরা দেলোয়ারকে ভারত হয়ে অবৈধ পথে দুবাই নিয়ে যাওয়ার পর সেখানে বন্দি করে রাখেন। এরপর তার পরিবারের কাছে ওই সংঘবদ্ধ চক্রটি আরো ১০ লাখ টাকা নগদ মুক্তিপন দাবি করে।
Drop your comments: