![IMG_20200912_123259](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/09/IMG_20200912_123259.jpg)
বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ সম্প্রতি একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের তথ্যমতে সংযুক্ত আরব আমিরাত বিশ্বের দ্বিতীয় নিরাপদ দেশ। এখানে আইনের প্রতি রয়েছে জনসাধারণের বিশ্বাস। আইনের প্রয়োগের ক্ষেত্রেও নেই কোন ত্রুটি। আমিরাত পুলিশ জনগণের প্রকৃত বন্ধু বলেই সবার জানা।
শিশুদের নিয়ে আমিরাতের বাণিজ্য নগরী দুবাই পুলিশের একটি ব্যাতিক্রমী আয়োজন সবার নজর কেড়েছে। শিশুরা যাতে পুলিশের গাড়ি ও পোশাক দেখে ভয় না পায় সেজন্য স্থানীয় প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে শিশুদের সাথে সম্পর্ক সৃষ্টি করছে। এরমধ্যে প্রশাসনের বিলাসবহুল ও প্রযুক্তি নির্ভর গাড়ি করে শিশুদের ঘুরাঘুরি অন্যতম।
এছাড়াও বিভিন্ন সময় পুলিশের পোশাক পরিয়ে শিশুদেরকে একদিনের অফিসার বানানো হয়। শিশুদের সাথে প্রশাসনের এই সম্পর্ক আইনের প্রতি শ্রদ্ধা বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখবে বলে জনগণ মনে করছে।