সংযুক্ত আরব আমিরাতে সুনামের সাথে দীর্ঘ ৭ বছর থেকে ব্যবসা করে যাচ্ছে ইউনিটেল মোবাইল ফোন এল এল সি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ের দেরা বাজারে ইউনিটেল মোবাইল ফোন’স এল এল সির নরুন শোরুমের যাত্রা শুরু হয়েছে। দেরা দুবাইয়ে নাইফ পুলিশ স্টেশনের বিপরীতে গাড়ী পার্কিং বিল্ডিং এর ঠিক পেছনে বাংলাদেশী মালিকানাধীন ইউনিটেল মোবাইল ফোন’স এল এল সিতে বিভিন্ন কোম্পানির অরজিন্যাল সেট পাইকারীতে পাওয়া যাবে।
উদ্বোধন অনুষ্টানে প্রতিষ্টানের মালিকপক্ষ জানায় তাদের এ প্রতিষ্টানে অন্যান্য কোম্পানির সেটের সাথে আইফোন,এম আই, হাওআই,সেমসাং সেট এর নতুন নতুন কালেকশন সব সময় পাওয়া যাবে।
Drop your comments: