March 30, 2023, 10:02 am

দুবাইয়ে মোল্লা স্কাই ট্রাভেল এন্ড ট্যুরিজমের শুভ উদ্বোধন

  • Last update: Thursday, February 2, 2023

মোল্লা স্কাই ট্রাভেল যেন আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশ্বস্ততার ঠিকানা হয়। শুধু আমিরাতে নিয়ে আসা নয়, আমাদের পর্যটন অঞ্চলকে দেশ বিদেশের নাগরিকদের কাছে উপস্থাপন করে বিভিন্ন প্যাকেজ তৈরি করে বাংলাদেশে পর্যটক বাড়াতে ভুমিকা রাখতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে মোল্লা স্কাই ট্রাভেল এন্ড টুরিজমের উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন।

Advertisements

উদ্বোধন করেন দেশের দেশ থেকে আমন্ত্রিত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর৷ এসময় উপস্থিত ছিলেন সত্ত্বাধিকারী বেলাল মোল্লা ও রিপন মাহমুদ৷

আরও উপস্থিত ছিলেন, মেহেদি হাসান মিটু, রুবেল, ইয়াসিন বিন খায়ের প্রমুখ।

Advertisements

সত্ত্বাধিকারী বেলাল মোল্লা বলেন, ‘আমিরাতে অসংখ্য মানুষ প্রতারণার শিকার হয়েছেন বলে আমরা দেখতে পাই৷ মোল্লা স্কাই ট্রাভেল এন্ড টুরিজমের মাধ্যমে মানুষ কেবল উপকৃত হবে৷ প্রতারকদের প্রতিহত করে বাংলাদেশি প্রবাসীদের সঠিক সেবা প্রদান করাই আমাদের আসল লক্ষ্য৷ বাংলাদেশের পর্যটন খাতকে বহির্বিশ্বে তুলে ধরার জন্য ট্রাভেল এজেন্সিগুলোকে আরও বেশি ভুমিকা রাখার ব্যাপারে ট্রাভেল এজিন্সির ভুমিকা রাখার সুযোগ রয়েছে।’

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC