রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীদের সহজভাবে দেশে যাতায়াতে টিকিট সেবা, আউটপাস, জব লস ইন্স্যুরেন্স, ভ্রমণ ভিসা এবং পরিবারের সদস্যদের ভ্রমণসহ যাবতীয় সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের আল কুজে যাত্রা শুরু করলো বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়াদি আল সাহিদ ট্রাভেলের শাখা হি এন্ড শি ট্রাভেল।
রবিবার (২ জুন) দুবাইয়ে আল কুজ-৪ এ ফারনেক ভবনের বিপরীত পাশে ট্রাভেল এজেন্সিটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সত্ত্বাধিকারী মুহাম্মদ সাহিদুর রহমান। এসময় উপস্তিত ছিলেন ফয়সাল রফিক, বুলবুল, বেলাল, জনি, নাইমুর রহমানসহ বিপুলসংখ্যক প্রবাসী৷
অনুষ্ঠানে মুহাম্মদ সাহিদুর রহমান বলেন, ‘বাংলাদেশি প্রবাসীদের অগ্রাধিকারের ভিত্তিতে সহজ ও সঠিক সেবা দেওয়াই আমাদের উদ্দেশ্য। বিশেষ করে আল কুজ এলাকায় সাধারণ শ্রমিক রয়েছেন যারা সহজে সেবা গ্রহণ করতে পারবেন৷’
“প্রবাসীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, প্রযুক্তি নির্ভর আমিরাতে অনলাইনের মাধ্যমেই প্রবাসীদের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিতে হচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের প্রবাসী ভাইদের প্রয়োজন মেটাতে।”
হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে সব সময় প্রবাসীদের নানা প্রশ্নের জবাব দিয়ে থাকি আমরা যোগ করেন তিনি।