সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল রাস এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে অন্তত ১৬ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না এখন পর্যন্ত তা জানা যায়নি৷
দুবাই সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, শনিবার বিকেলে আল রাসে আগুনের সূত্রপাত হয়।
গতকাল দুপুর ১২:৩৫ মিনিটে আগুন লাগে। ১২:৪১ মিনিটে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে চলে আসে এবং ২:৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন৷
আহতদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ভবনের নিরাপত্তা মেনে চলায় ঘাটতি রয়েছে। যার ফলে আগুন লেগেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ বিশদভাবে জানতে তদন্ত পরিচালনা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ভবন থেকে আগুনের লেলিহান শিখা দেখেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অ্যাপার্টমেন্টের জানালা থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা গেছে।
ভবনের একটি দোকানের এক শ্রমিক জানান, আমরা বিকট শব্দ শুনতে পাই। কয়েক মিনিটের জন্য কী ঘটছে তা বুঝতে পারিনি। কিন্তু তখন আমরা জানালা দিয়ে ধোঁয়া ও আগুন বের হতে দেখেছি।’