বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে করোনার এই সময়ে একটি গাড়ির নম্বর প্লেট ৭ মিলিয়ন দিরহামে (প্রায় ১৬ কোটি টাকা) বিক্রি হয়েছে। বিলাসবহুল গাড়ি ব্যবহারের পাশাপাশি আমিরাতে গাড়ির নম্বর প্লেটের নিলাম চলে প্রায়ই।
গতকাল ২৩ আগস্ট (সোমবার) দেশটির বাণিজ্য নগরী দুবাইয়ে এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে V12 নম্বর প্লেটটি বিক্রি হয় মিলিয়ন দিরহামে। এছাড়া একই দিনে S20 ৪.০৬ মিলিয়ন দিরহাম ও Y66 প্লেট নম্বর ৩.২ মিলিয়ন দিরহামে বিক্রি হয়। একই নিলামে ৩৬.৬২ মিলিয়ন দিরহামের বিভিন্ন নম্বর প্লেট বিক্রি হয়।
Drop your comments: