তাইওয়ানের হুয়ালিয়েন বিমানঘাঁটি থেকে ওড়ার দুই মিনিটের মাথায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হারিয়ে গেছে একটি এফ-১৬ বিমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) এ ঘটনার পর সব এফ-১৬ বিমানের উড্ডয়ন স্থগিত করেছে তাইপে।
তাইওয়ানের পূর্ব উপকূলীয় ওই ঘাঁটি থেকে ৪৪ বছর বয়সী একজন পাইলট এক আসনের একটি এফ-১৬ জঙ্গিবিমান নিয়ে আকাশে ওড়েন। কিন্তু ১৮০০ মিটার উচ্চতায় ওঠার পর বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনার পর তাইওয়ানের প্রেসিডেন্ট তিসাই ইং-ওয়েন প্রায় ১৫০টি এফ-১৬ জঙ্গিবিমানের উড্ডয়ন নিষিদ্ধ করেন।
তিনি এক বিবৃতিতে বলেন, উদ্ধার অভিযান আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিমান বাহিনী সমস্ত এফ-১৬ বিমান পরীক্ষা করে দেখার জন্য বিমানের উড্ডয়ন স্থগিত করেছে। বিমান নিখোঁজের বিষয়ে আমি তদন্ত করার নির্দেশ দিয়েছি।
এদিকে এফ-১৬ বিমান নিয়ে কী ঘটেছে তা নিয়ে জল্পনা না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।