রাজধানীর হাতিরঝিলের মালিবাগ এলাকায় পাশাপাশি দুটি বাসের ধাক্কাধাক্কিতে বাসের ভেতরের সিটে বসা এক যাত্রী প্রাণ হারিয়েছেন। তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিলেন। এসময় তার মাথা থেঁতলে যায়। নিহতের নাম মেহেদী হাসান (১৯)।
সোমবার (১৪ জুন) বিকালে পুরাতন পদ্মা সিনেমা হলের সামনে তুরাগ ও আকাশ পরিবহনের দুটি যাত্রীবাহী মিনিবাসের প্রতিযোগিতায় নিহত হন মেহেদী। মেহেদী তুরাগ বাসে বাসের জানালার পাশের একটি মাঝামাঝি সিটে বসে ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিরঝিল থানার এসআই শাহজাহান।
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Drop your comments: