দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন বলিউড অভিনেতা আমির খান এবং কিরণ রাও। ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তারকা দম্পতি।
শনিবার সকালে দু’জনেই নেটমাধ্যমে একটি বিবৃতি জারি করে জানিয়েছেন সে কথা। তারা লিখেছেন, এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এবার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে। ২০০৫ সালের ডিসেম্বরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তাদের ঘরে রয়েছে এক পুত্রসন্তান আজাদ রাও। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে আজাদ জন্মগ্রহণ করে। এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের ঘরে রয়েছে দুই সন্তান ইরা খান ও জুনাইদ খান।