দলমতের ঊর্ধ্বে উঠে প্রবাসীদের স্বার্থ দেখতে হবে৷ মধ্যপ্রাচ্যসহ বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসীদের এড়িয়ে গিয়ে দেশের কল্যাণ সম্ভব নয়৷
মঙ্গলবার আবুধাবিতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আয়োজনে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘প্রবাসী অধিকারের প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট ১০ দফা দাবির সঙ্গে আমাদের একাত্মতা রয়েছে। প্রবাসীদের রেমিট্যান্স দিয়েই দেশ চলে অথচ প্রবাসীদের দাবি বাস্তবায়ন হয় না৷’
নূর বলেন, ‘বর্তমান সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংস করে দিচ্ছে৷ বিশেষ করে ভারতকে খুশি করতে গিয়ে দেশের রপ্তানি শিল্প দমিয়ে রাখছে৷ বাংলাদেশের ১৪ থেকে সাড়ে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। আর আমাদের বিদ্যুৎ আছে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুত৷ অতিরিক্ত বিদ্যুৎ থাকা সত্ত্বেও ক্ষমতার জন্য ভারতের মুদিকে খুশি রাখতে সেই দেশের আদানি গ্রুপ থেকে অতিরিক্ত দামে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করেছে সরকার। আদানি গ্রুপের ব্যয়বহুল বিদ্যুৎ নিয়ে ওয়াশিংটন পর্যন্ত অভিযোগ করেছে।’
নুরুল হক নুর আরও বলেন, ‘সম্প্রতি ইসলামি ব্যাংক থেকে এস আলম গ্রুপ যে টাকা নিয়েছে তা মূলত অন্য কারো পকেটে যাবে। আর জনগণ জানে সেটা কার পকেটে যাবে’
নুর বলেন, ‘আপনারা যারা আমিরাতে আছেন এই দেশের আইন কানুন মেনে চলবেন। দেশ ও দেশের মানুষের পক্ষে থাকবেন। আমাদের দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে। আশাবাদী আমরা নিবন্ধন পাবো৷ প্রবাসীদের সকল দাবি ও কর্মসূচিতে আমাদের দল একমত আছে ও থাকবে। বর্তমান সরকার নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়৷ নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ হলে তারা পরাজিত হবে।’
আবুধাবির মতবিনিময় সভায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আবুধাবি শাখার সভাপতি মজনু মিয়ার সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক জুয়েল রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইউএইর কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহফুজুর রহমান, ইউএই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক, হাবিবুর রহমান, আজিজ কাজল, নজরুল ইসলাম, জায়েদ আহমদ প্রমুখ।
নুরুল হক নুর ২৫ জানুয়ারি কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতে আসেন৷ ঐদিন রাতে দুবাই, পরিবর্তিতে আজমান, ফুজিরা ও আল আইন প্রবাসীদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় সভায় অংশ নেন৷