গতকাল রোববার (১৬ মে) ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিতে নির্মাণাধীন সিনাগগের গ্যালারি ধসে ২ জনের মৃত্যু ও দেড় শতাধিক আহত হয়েছেন। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ওই সিনাগগে একটি অনুষ্ঠান চলাকালে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স ও আল জাজিরা।
উত্তর জেরুসালেমের অবৈধ ইহুদি বসতি গিভাত জিভে এ দুর্ঘটনা ঘটেছে। ইহুদিদের শাভোট উৎসব উপলক্ষে জড়ো হওয়া অনুষ্ঠানে নির্মাণাধীন এই সিনাগগে দুর্ঘটনা ঘটে। কট্টর অর্থোডক্স ইহুদিদের এই সিনাগগে সাড়ে ছয়শ’ অতি রক্ষণশীল মানুষ জড়ো হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আসনে বসার আগে উপাসকেরা নেচে নেচে গান গাইছিলেন। তখনই হঠাৎ কর গ্যালারি ভেঙে তারা নিচে পড়ে যান। ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা, দুর্যোগ, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক সেবা প্রতিষ্ঠান মেগান ডেভিড অ্যাডমের মুখপাত্র চ্যানেল ১৩ কে জানায়, এ ঘটনায় ১৫৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত দুজনের মধ্যে একজন বয়স ৫০ বছর ও অপরজন বয়স ১২ বছর।
এর আগে গত ৩০ এপ্রিল ইসরায়েলের উত্তরাঞ্চলে সাফেদ শহরের মাউন্ট মেরন পর্বতের কাছে ইহুদি ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে ব্যাপক গণজমায়েতের পর হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ৪৫ জন ইহুদির মৃত্যু হয়। ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, অন্তত ৬০ আহত ব্যক্তির চিকিৎসা দিয়েছেন ডাক্তাররা। আহত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র : রয়টার্স, বিবিসি, আল জাজিরা।