মিনহাজ দিপু, খুলনা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলায় দক্ষিণ মদিনাবাদ মুসাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ২০২২ সালের ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী মায়েদের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরাজ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করেন ম্যানেজিং কমিটির সভাপতি ডিএম ইখতিয়ার উদ্দিন হিরো।
প্রধান অতিথির বক্তিতায় ম্যানেজিং কমিটির সভাপতি ডিএম ইখতিয়ার উদ্দিন হিরো বলেন,বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার পরিবেশের কারণে বরাবরের মত শিক্ষার্থীরা ভাল ফলাফল করেছে।শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা কাজ করছে।বর্তমান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকার শিক্ষার মান বৃদ্ধির জন্য সবোর্চ্চ কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক আবু সালেহ,সালমা খাতুন, বিদ্যালয়ের পরিচলনা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান,আনিসুরর রহমান ঢালী,মো. মজিবুর রহমান ঢালী প্রমুখ।