দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়। খবর আল জাজিরা’র।
তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্রাকটি গত সপ্তাহে বক্সবার্গ নামক স্থানের একটি সেতুর নিচে আটকে পড়ে। এসময় সেখানে জ্বালানি লিক হতে শুরু করলে প্রচণ্ড বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়।
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বক্সবার্গ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহে চিকিৎসাধীন অবস্থায় আরও ২৪ জন মারা গেছেন। ট্রাকটিতে ৬০ হাজার লিটার এলপিজি ছিল। এই গ্যাস রান্না এবং গ্যাসের চুলায় ব্যবহৃত হয়।
Drop your comments: