বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ লুট- চুরি বন্ধ করলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে ভর্তুকি দিতে হবে না।
শনিবার তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে থেকে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সমগ্র বাংলাদেশের অপছন্দের নাম আওয়ামী লীগ। তাদের বিরুদ্ধে গণতান্ত্রে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনেই সংকট নিরসন সম্ভব।
দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকারের হাত থেকে মানুষকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।
স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেন, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে যে আগুন লাগিয়েছে সরকার তাতে জ্বলছে সব মানুষ, সকলের মুক্তির জন্য সরকারকে হটাতে হবে।
দলটির আরেক সিনিয়র নেতা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কাফনের কাপর পরে রাজপথে নামতে হবে, এছাড়া আর উপায় নেই। সরকারের লুটপাট আর দুর্নীতির কারণেই দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। আমেরিকায় লবিস্টও নিয়োগ করেছে সাধারণ মানুষের টাকায়। কোন ভুয়া নির্বাচনে বিএনপি যাবে না।