November 3, 2024, 11:57 am
সর্বশেষ:
সেবাগ্রহীতাদের সরাসরি সেবা গ্রহণে উৎসাহিত করে কনস্যুলেট বান্দরবানে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৮ জন গ্রেফতার করেছে পুলিশ আলফাডাঙ্গায় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উখিয়ায় এনজিও কর্মী সদানন্দের বিরুদ্ধে অবৈধ প্রকল্প চালানোর অভিযোগ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ বান্দরবানে জাতীয় যুব দিবস উদযাপন সাতক্ষীরায় জামায়াত নেতাকে গুলি করে হত্যায় ৫৯ জনের নামে মামলা আমিরাতে সাধারণ ক্ষমার সময় দুই মাস বাড়লো শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ, মামলা না নিয়ে ওসির পক্ষপাতিত্ব আচরণ

তুরস্কের তৈরি বজ্র নিরোধক দণ্ড স্থাপন হচ্ছে হাওরাঞ্চলে

  • Last update: Saturday, April 8, 2023

হাওরাঞ্চলে বর্ষা মৌসুমে বজ্রপাত যেন আতঙ্কের নাম। মাঠে কাজ করতে গিয়ে প্রতিবছরই প্রাণ হারান অনেকে। রেহাই মেলে না পশুপাখিরও। এটি থেকে বাঁচতে, সুনামগঞ্জের হাওর এলাকায় বজ্র নিরোধক দণ্ড বসানোর প্রকল্প হাতে নেয় সরকার। এরই মধ্যে ৬ উপজেলায় স্থাপন করা হয়েছে, ২৪টি লাইটেনিং এরেস্টার টাওয়ার।

প্রতিটি টাওয়ার ১০৭ মিটার ব্যাসার্ধে থাকা লোকজন, পশুপাখি ও গাছপালাকে রক্ষা করবে। যা মাত্র ৬০ মাইক্রো সেকেন্ডের মধ্যে বজ্রপাতকে টেনে নিয়ে আসবে। এতে সুরক্ষা পাবেন কৃষকরা।

তুরস্কের তৈরি প্রতিটি বজ্র নিরোধক দণ্ড উন্নতমানের। একেকটি দণ্ড স্থাপনে খরচ হয়েছে ৬ লাখ টাকা। প্রতিটি দণ্ডের আশপাশের ৩০০ ফুট ভেতরে বজ্রপাত হলে তা টেনে এনে মাটিতে পাঠিয়ে দেবে দণ্ডের মাথায় লাগানো লাইটিং এরেস্টার নামক যন্ত্রটি। শুধু প্রতিরোধ নয়, বছরে ওই স্থানে সর্বমোট কতটি বজ্রপাত হয়েছে তা গণনা করেও রাখবে তুরস্ক থেকে আমদানিকৃত এ যন্ত্রটি।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC