গত ২১ মার্চ তানজানিয়ার দার এস সালাম শহরে সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির শেষকৃত্যে অংশ নিয়ে পদদলিত হয়ে ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। গত ১৭ মার্চ রহস্যজনক মৃত্যুর পর সেখানে এক স্টেডিয়ামে মাগুফলির মরদেহ রাখা হয়। সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েই এসব মানুষ প্রাণ হারান বলে মঙ্গলবার নিশ্চিত করেছে পুলিশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার মঙ্গলবারের এ অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
রহস্যজনকভাবে বেশ কয়েক দিন রাষ্ট্রীয় কাজে অনুপস্থিত থাকার পর গত ১৭ মার্চ তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। পরে দার এস সালামের একটি স্টেডিয়ামসহ আরও কয়েকটি শহরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হয় হাজার হাজার মানুষ।
দার-ইস-সালামের আঞ্চলিক পুলিশ কমান্ডার লাজারো মাম্বোসা জানান, বহু মানুষ স্টেডিয়ামে প্রবেশ করতে চেয়েছিলো। তাদের অনেকেই অধৈর্য্য হয়ে উঠে জোর করে ঢোকার চেষ্টা করলে পদদলিত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়। নিহতদের পাঁচজন একই পরিবারের বলেও জানান তিনি।
ওই ঘটনায় আরও বহু মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও তারা ইতোমধ্যে ছাড়া পেয়েছে বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা।
প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির মরদেহ দার এস সালাম ছাড়াও আরও যেসব শহরে নিয়ে যাওয়া হয় তার মধ্যে রয়েছে দোদোমা, জানজিবার, মাওয়ানজা এবং গেইতা। গত ২৬ মার্চ তাকে দেশের উত্তরপশ্চিমাঞ্চলের নিজ গ্রাম ছাটোতে তাকে সমাহিত করা হয়।