ঢাকা থেকে দুবাইতে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে ফ্লাই দুবাই। বিমান সংস্থাটিকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।সূত্র জানায়, মাসখানেক আগে ফ্লাইট চালুর অনুমতি চেয়েছিল ফ্লাই দুবাই।
প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে বিমান সংস্থাটিকে অনুমতি দেওয়া হয়েছে।২০১৮ সালের ১৪ জুন চট্টগ্রাম থেকে ফ্লাই দুবাইয়ের শেষ ফ্লাইটটি ছেড়ে যায়। এর আগে ওই বছরের ২৫ মার্চ ঢাকা থেকেও কার্যক্রম গুটিয়ে নেয় বিমান সংস্থাটি।
সূত্রঃ কালেরকন্ঠ
Drop your comments: