আজিজুর রহমান দুলালঃ ঢাকার মতিঝিল থানার জামায়াতে ইসলামী দলের সাবেক সাধারণ সম্পাদক বহু মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলমগীর হোসেন রাজুকে (৫০) মঙ্গলবার ঢাকার যাত্রাবাড়ী হইতে গ্রেপ্তার করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ মে) সকাল ১১টায় ঢাকার যাত্রাবাড়ীর এলাকার একটি বাসা হইতে ঢাকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সুদক্ষ দিক নির্দেশনায় আলফাডাঙ্গা থানার এসআই রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে।
আলমগীর হোসেন রাজু ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর পাঁচুড়িয়া এলাকার মৃত জয়নুদ্দিনের ছেলে।
রাজু ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালের মোট ছয়টি মামলা ও ২০১০ সালের মোহাম্মদপুর থানায় একটিসহ মোট সাতটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের সাংবাদিকদের জানান, সাত মামলার আসামি আলমগীর হোসেন রাজুকে মঙ্গলবার ঢাকার যাত্রাবাড়ী হইতে গ্রেপ্তার করা হয়। এবং আজ বুধবার তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।