যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ডেলটা এয়ারের বিরুদ্ধে আবারও মুসলিম যাত্রীদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। আমেরিকান মুসলিম ইসলামিক রিলেশনস-মিসৌরির (সিএআইআর) নির্বাহী পরিচালক মারওয়ান হামিদ এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি বলেন, এ ধরনের বর্নবাদী আচরণের ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এবং মুসলিমদের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক তৎপরতা বন্ধে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নামে আগে মোহাম্মদ শব্দটি থাকায় গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সেন্ট লুসিয়ানায় ডেলটা এয়ারলাইনসের একটি বিমান থেকে এক মুসলিম যাত্রীকে নামিয়ে দেওয়া হয়।
পরে বিমান সংস্থাটির কর্মকর্তারা পুলিশ ডাকে। কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসে কোনো নাশকতার প্রমাণ পায়নি। পুলিশ পরে ওই যাত্রীকে সেন্ট লুসিয়ানার ল্যামবার্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্য এয়ারলাইনসের বিমানে তার গন্তব্যে যাওয়ার পরামর্শ দেন। বিমানবন্দরে ওই মুসলিম যাত্রীকে নাজেহাল করার ৬ মিনিটের একটি ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এতে মার্কিন মুসলিম সম্প্রদায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এ ঘটনার প্রতিকার চান। এর আগেও বিমান ডেলটা এয়ারের বিরুদ্ধে মুসলিমবিদ্বেষী ও বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে। ২০১৬ সালে বিমান থেকে তিন মুসলিম যাত্রীকে নামিয়ে দেওয়ার মামলায় ৫০ হাজার ডলার জরিমানা গুনতে হয়েছিল মার্কিন এ বিমান সংস্থাকে।