করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে । তৃতীয়বারের মতো দেয়া হয়েছে প্লাজমা থেরাপি। সকাল থেকে অক্সিজেন নিতে হয়নি।
আজ শনিবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এসব তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার তার ডায়ালাইসিস করা হয়েছে এবং তৃতীয়বারের মতো প্লাজমা থেরাপি দেয়া হয়েছে।আগে যে সিরিয়াস অবস্থা ছিল, এখন আর ওরকম হচ্ছে না। এখন একটু ভালোর দিকে। সকালে উঠে ফ্রেশ হয়ে নাশতা করেছেন।
Drop your comments: