ট্রেনে পাথর ছোড়ার দায়ে তিন যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরা রেলস্টেশন এলাকায় ধরা পড়েছে তারা। রেলওয়ে পুলিশ সূত্রে এই তথ্য জানা যায়।
আটক তিনজন হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নয়ামাটি মুসলিম পাড়ার আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে আকাশ রহমান (১৮), একই এলাকার মো. সাগরের ছেলে মো. রিফাত ইসলাম (১৯) ও আওলাদ হোসেনের ছেলে মো. হাসান।
রেলওয়ে সূত্র জানিয়েছে, বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছে দুই নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করে। ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ার সময় ওই তিন যুবক ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ে। এ কারণে ট্রেনের জানালার কাচ ভেঙে যায়। এরপরই তাদের আটক করে রেলওয়ে পুলিশ।
বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক তিন যুবকের বিরুদ্ধে আমরা বাদী হয়ে মামলা করেছি। ইতোমধ্যে তাদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’