১১ আগস্ট ট্রেন ছাড়ার ঘোষণার পর আজ থেকে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। সকাল থেকেই অগ্রীম টিকেট ক্রয় করতে সাধারণ মানুষ আসছে কমলাপুর রেলওয়ে স্টেশনে।
অনলাইনে টিকিট কাটতে বিড়ম্বনার অভিযোগ করেন টিকেট কাটতে আসা অনেকে। জানান, দীর্ঘক্ষণ অনলাইনে চেষ্টার পরও টিকেট কাটতে না পেরে কাউন্টারে এসেছেন টিকিট নিতে। তবে কাউন্টারে এসে কোন ভোগান্তি ছাড়াই টিকিট নিতে পেরে স্বস্তি প্রকাশ করেন টিকিট প্রত্যাশীরা।
আজ ৫০ শতাংশ টিকেট অনলাইনে এবং বাকিটা কাউন্টার থেকে বিক্রি করছে কর্তৃপক্ষ। এছাড়া আজ ১১, ১২ ও ১৩ আগস্ট- এই তিনদিনের টিকেট বিক্রি হচ্ছে।
স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, অনলাইনে একসাথে অনেক মানুষ চেষ্টা করায় জট লেগে গেছে। তবে কাউন্টারে এসে টিকেট পেতে সমস্যা হচ্ছে না বলে জানান তিনি। তিনি আরও জানান, কমলাপুর থেকে ১১ আগস্ট ৩৬টি ট্রেন দেশের বিভিন্ন অঞ্চলে ছেড়ে যাবে।