March 21, 2023, 4:12 pm
সর্বশেষ:

ট্রাক্টর চাপায় এক শ্রমিকের মৃত্যু

  • Last update: Wednesday, January 11, 2023

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক্টর চাপায় মেহের আলী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের ধর্মদেহী (ঘিলাবিল) এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। নিহত মেহের আলী হবিগঞ্জ সদরের বাসিন্দা মৃত রজব আলীর ছেলে। বড়লেখা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মেহের আলী ঘিলাবিল এলাকায় মাটি কাটার কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। ঘটনার সময় একটি ট্রাক্টরে মাটি ভরে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। তখন ওই ট্রাক্টরে শ্রমিক হিসেবে মেহের আলী ছিলেন। এসময় তিনি ট্রাক্টরের চালকের কাছে বিড়ি চেয়ে তা আনতে চলন্ত গাড়ি থেকে অসাবধানতবশত ছিটকে পড়ে যান। এতে ট্রাক্টরটির চাপায় এআ মেহের পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisements

বড়লেখা থানার এসআই আতাউর রহমান জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মেহের আলী ট্রাক্টর চাপায় মারা গেছেন বলে জানা গেছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC