![InShot_20221006_130150132](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/10/InShot_20221006_130150132-scaled.jpg)
ক্রিকেটে রাকিম কর্নওয়ালের আবির্ভাব একজন অফ স্পিনার হিসেবে। তবে বড় ছক্কা মারার সামর্থ্যের কারণে তাকে তার দল কখনো কখনো হিটার হিসেবেও ব্যবহার করে। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ সিপিএলে তো বারবাডোজ রয়্যালসের হয়ে ব্যাট হাতে ইনিংসও ওপেন করেছেন।
সিপিএল চলাকালেই নিজের ব্যাটিং নিয়ে কর্নওয়াল বলেছিলেন, তার ছয় মারার সামর্থ্য সহজাত। একই সাথে নিজেকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান হিসেবেও আখ্যা দিয়েছিলেন কর্নওয়াল।
আসলেই যে তিনি তা-ই, এর প্রমাণ কর্নওয়াল দিলেন বুধবার (৫ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আটালান্টা ওপেনে। বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ডাবল সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার।
স্কয়ার ড্রাইভের বিপক্ষে আটালান্টা ফায়ারকে জেতাতে ৭৭ বলে তিনি করেছেন অপরাজিত ২০৫ রান। ইনিংসটি খেলার পথে কর্নওয়াল ছয় মেরেছেন ২২টি, চার ১৭টি।