যুক্তরাজ্যের বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ মনে করছে, যারা টিকা গ্রহণ করেছেন, তাদের ভ্রমণের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকা যথাযথ নয়।
গত বছর অক্টোবরে নিয়োগ পাওয়া সংস্থার প্রধান নির্বাহী সিয়ান ডয়লি এই মতামত দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্স জানিয়েছে, ১২ এপ্রিল ব্রিটেন ঘোষণা করবে যে কখন এবং কীভাবে তারা দেশের ভেতরে-বাইরে স্বাভাবিক ভ্রমণ শুরু করতে পারে। তার প্রায় একমাস আগে ব্রিটিশ এয়ারের পক্ষ থেকে তাদের মতামত জানানো হলো।
ব্রিটেন যেন পুনরায় ভ্রমণ শুরু করতে অন্যান্য সরকারগুলোর সঙ্গে ভ্যাকসিন ও স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপস নিয়ে আলাপ-আলোচনা করে; তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন ডয়লি। তিনি বলেছেন, ‘আমি মনে করি, যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ভ্রমণের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকা ঠিক নয়। আর যারা ভ্যাকসিন গ্রহণ করেননি, তাদের ক্ষেত্রে করোনা-নেগেটিভ সনদ দিয়ে ভ্রমণের সুযোগ করে দেওয়া উচিত’।
এ বছরের গ্রীষ্ম থেকেই পুরনায় ভ্রমণ চালুর ব্যাপারে আশাবাদী ব্রিটিশ এয়ার। তবে প্রধান নির্বাহী ডয়লি বলছেন, সবই নির্ভর করছে ১২ এপ্রিলে দেওয়া সরকারের সিদ্ধান্তের ওপর।