টাঙ্গাইলের সিএমবি গেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন আবসার জুয়েল নামের এক যুবক। তিনি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নবীন হোসেন। পুলিশ জানায়, শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে টিউশনি শেষ করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন জুয়েল। এ সময় শহরের সিএমবি রোডের কাছে গণপূর্ত বিভাগের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাথায় হেলমেটের অংশ ঢুকে নিহত হন তিনি। এ ঘটনায় অপর মোটরসাইকেলের ২ আরোহী আহত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।