টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদনে ফুল নিয়ে মাজারে প্রবেশ করার সময় গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
বুধবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় গণঅধিকার পরিষদের প্রায় ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন রেজা কিবরিয়া প্রেস সেক্রেটারি সাহাবুদ্দিন শুভ।
ড. রেজা কিবরিয়ার প্রেস সেক্রেটারি সাহাবুদ্দিন শুভ যমুনা নিউজকে জানান, আমরা ভাসানীর মাজারে ফুল নিয়ে ঢুকতে যাবো সেসময় ছাত্রলীগের কর্মীরা লাঠি, বাঁশ ও রড নিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় আমাদের প্রায় ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা কোনো রকম একটা সিএনজি নিয়ে রেজা কিবরিয়াকে সাথে নিয়ে টাঙ্গাইল থানায় অবস্থান করছি। ভিপি নুরেরা পুলিশের একটি ভ্যানে আশ্রয় নিয়েছে।