টঙ্গী পূর্ব থানা এলাকায় চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুটির বাবা তাকে শনিবার (২৭ জুন) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে শিশুটির বাবা-মা শিশুটিকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করিয়েছেন।
শিশুটির বাবার অভিযোগ, গত ২৪ জুন শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে যায় প্রতিবেশী জাহাঙ্গীর বাবুর্চি (৫৫)। পরে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। রাতে বাসায় ফিরে এ তথ্য জানতে পারি। পরদিন এ বিষয়ে টঙ্গী থানায় অভিযোগ করতে গেলে তারা অভিযোগ না নিয়ে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে মীমাংসার কথা বলেন। এরমধ্যে, নির্যাতনকারী জাহাঙ্গীর বাবুর্চি পালিয়ে যায়। পরে আমরা হাসপাতালে এসে শিশুটিকে ভর্তি করি। তিনি এ ঘটনার সুবিচার দাবি করেন।
শিশুটির বাবা একজন প্রাইভেটকার চালক, মা গার্মেন্টকর্মী। বাবা-মা উভয়েই কাজে চলে শিশুটি বেশিরভাগ সময় বাসায় তার দাদির সঙ্গেই থাকতো।