জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নায়ক নয়, পাকিস্তানের চর ছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও পরবর্তী কর্মকাণ্ডে জিয়া মুক্তিযুদ্ধ বিরোধী প্রমাণিত হয়েছে। বিএনপি আন্দোলনের হুমকি দিয়ে এরইমধ্যে হাস্যকর দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইন চূড়ান্ত করা হয়েছে। আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে আছে। এতে গণমাধ্যমকর্মীরা আইনি সুরক্ষা পাবে।
Drop your comments: