টি-টোয়েন্টি ও ওয়ানডে স্কোয়াডে থাকলেও জিম্বাবুয়ে সফরে টেস্ট দলে নাম ছিল না মাহমুদুল্লাহ রিয়াদের। তবে তামিম ও মুশফিকের ইনজুরির শঙ্কা থেকে হুট করেই টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় রিয়াদকে। দীর্ঘ ১৬ মাস পর প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন তিনি।
৫০তম টেস্টে দেখলেন পঞ্চম টেস্ট সেঞ্চুরির দেখা।
ছন্দে থাকলেও টেস্ট দল থেকে বারবার অবহেলিত হচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘ সময় পর সাদা জার্সিতে নেমে মারকুটে ব্যাটিংয়ে আরও একবার নিজের জাত চেনালেন তিনি। সেঞ্চুরি পূরণ করে মাহমুদুল্লাহ’র চওড়া হাসিই তার তৃপ্তির পরিমাণ বাতলে দেয়।
৯৮তম ওভার শেষে ৯৫ রানে ননস্ট্রাইকে ছিলেন মাহমুদুল্লাহ। পরের ওভারের প্রথম ওভারেই সিঙ্গেল নিয়ে রিয়াদকে স্ট্রাইক এনে দেন তাসকিন।
৯৯তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে দু’টি চার হাঁকিয়ে শতকের কোটা পাড় করেন মাহমুদুল্লাহ। ২০১ বলে ১০৬ রান নিয়ে অপরাজিত রয়েছেন তিনি। ১ ছক্কা ও ১১ চারের মাধ্যমে সাজান ইনিংসটি।