জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানায়নি বিএনপি।
রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান ট্র্যোস্টার। তাকে স্বাগত জানান বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রধান আমীর খসরু ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
৪৫ মিনিটের বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, “জার্মান ফরেন মিনিস্ট্রি থেকে যিনি বাংলাদেশে এসেছেন, তাকে নিয়ে অ্যাম্বেসেডর আমাদের অফিসে এসেছেন আলাপ করতে। আপনারা দেখেছেন, আমাদের আলাপ হয়েছে।”
কী নিয়ে আলোচনা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “এই সমস্ত দ্বিপক্ষীয় একান্ত বৈঠকগুলো আমাদের সাধারণত নিজেদের মধ্যে রাখাই ভালো। এটা প্র্যাকটিস আর কী। এটা নিয়ে বাইরে বলার সুযোগ নেই।”
এর আগে গত এপ্রিলে বিএনপির সঙ্গে বৈঠক করেছিলেন ট্র্যোস্টার, তখন আলোচনার খবর গণমাধ্যমে যেভাবে আমীর খসরু দিয়েছিলেন, তা নিয়ে আপত্তি তুলেছিলেন জার্মানির রাষ্ট্রদূত।