জামায়াতের চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির ও সাতকানিয়ার সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে হাটহাজারী থানার মামলায় তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার (১৫ মে) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ) আব্দুল্লাহ আল মাসুম।
তিনি বলেন, এর আগে হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার (১৫ মে) ভোরে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
Drop your comments: