তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল। তাই তাদের সমাবেশ করতে দিয়েছে সরকার। তার মানে এই নয় যে জামায়াতের সঙ্গে সরকার হাত মিলিয়েছে।
আজ রোববার (২ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
সরকার জামায়াতে ইসলামীর সঙ্গে হাত মিলিয়েছে বলে বিএনপি যে অভিযোগ করেছে, সে বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘বিএনপি এসব মনগড়া কথা বলছে। বিএনপি তো এখনও জামায়াতে ইসালামীকে তাদের জোট থেকে ঘোষণা দিয়ে বের করে দেয়নি। ফলে সরকারের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।’
বিএনপির আন্দোলনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি কিছুদিন পরপরই আন্দোলনের কৌশল পরিবর্তন করে। কিন্তু তাদের মূল কৌশল হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, নির্বাচনকে ভণ্ডুল করা। গত একবছর ধরেই তারা সারা দেশে বিশৃঙ্খলা করছে, নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টা করছে। দেশের রিজার্ভ আগের চেয়ে বাড়ছে। সামনের দিনগুলোতে দেশের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে। তবে, কিছু কিছু সিন্ডিকেট আছে যারা দেশের ক্রাইসিস সময়ের সুযোগ নেয়। এদের বিরুদ্ধে সরকার আগেও ব্যবস্থা নিয়েছে, এখনও নেবে।’