আজিজুর রহমান দুলালঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পুকুরে ২৯ আগষ্ট (রোববার) সকাল ১১টায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ সাংবাদিকদের জানান, আজ ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, উপজেলার বিভিন্ন জলাশয়ে কয়েক শো মাছের পোনা অবমুক্ত করা হবে।
Drop your comments: