ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় পার্টির সাবেক এমপি এম.এ হান্নান (৯০) আর নেই। মঙ্গলবার (১৫ জুন) ভোরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই তথ্য নিশ্চিত করেছেন তার ভাতিজা রাসেল রনি।
রনি জানান, গত এক সপ্তাহ ধরে এম.এ হান্নান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান। সকল আনুষ্ঠানিকতা শেষে বিকালে মরহুমের মরদেহ ঢাকার বনানী গোরস্থানে দাফন করার হবে বলে জানান তিনি।
এর আগে, গত ২০১৫ সালের ১৯ মে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের এম.এ হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করলে এমএ হান্নানকে ছেলেসহ ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে ছিলেন। গত ১৫ মে একই মামলার অপর আসামি তার ছেলে মো. রফিক হোসেন কারাগারে মৃত্যু হয়।