নিজস্ব প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদের ২০২২ এর ২০তম অধিবেশন সভাপতি মন্ডলীর মনোনয়ন ঘোষিত হয়েছেন। উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদের নাম প্যানেল স্পীকারের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে। উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ প্যানেল স্পীকার নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের নেতাকর্মী সহ সাধারণ জনগণ প্রধানমন্ত্রী ও স্পীকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গতকাল রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রনয়ন শাখা-২ এর প্যাডে সহকারী সচিব আইন-২ আশিক আহমদ তানবীর খাঁন স্বাক্ষরিত একপত্রে একাদশ জাতীয় সংসদের (২০২২-৫ম) ২০তম অধিবেশনে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১২-(১) বিধি অনুযায়ী মাননীয় স্পীকার একাদশ জাতীয় সংসদের ২০তম ২০২২ এর ৫ম অধিবেশন উপলক্ষে সংসদ সদস্যবৃন্দদের অগ্রবর্তিতা অনুসারে সভাপতিমন্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
মনোনয়নে মনোনিত সদস্যদের মধ্যে উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ আসন ২৩৮ মৌলভীবাজার-৪, মো: মকবুল হোসেন আসন ৭০ পাবনা-৩, মনোয়ার হোসেন চৌধুরী, এলাকা ৩২ গাইবান্ধা-৪, কাজী ফিরোজ রশীদ নির্বাাচনী এলাকা ১৭৯ ঢাকা-৬ এবং বেগম সুবর্ণা মুস্তফা নির্বাচনী এলাকা ৩০৪ মহিলা আসন-৪ এর নাম ঘোষনা করা হয়। একাদশ জাতীয় সংসদে ৫ম অধিবেশনে উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি’কে সংসদে প্যানেল স্পিকার নির্বাচিত করায় প্রধানমন্ত্রী ও স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের দলীয় ও সকল শ্রেনীর নেতাকর্মীরা।