শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ এবারের জাতীয় যুব দিবস প্রতিপাদ্য হলো-প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। হবিগঞ্জ বানিয়াচংয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ কর্মশালা অনুষ্ঠিত।
(১ নভেম্বর) রোজ মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) ইশরাত আরা জাহান উর্মি ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন আগার খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী আলী আজগর, উপজেলা প্রকল্প সমন্বয়কারী হিলিপ, কাওছার আহমেদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক শেখ নুরুল ইসলাম, শাহ সুমন , মাসুদ মিয়া (মিঠুন),শেখ সজিব, প্রমুখ।