সিরিয়া থেকে জর্ডানে মাদক পাচারকালে অন্তত ২৭ পাচারকারীকে গুলি করে হত্যা করেছে সেনারা। জর্ডান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বিপুল পরিমান মাদক নিয়ে কয়েক ডজন পাচারকারী জর্ডানে প্রবেশের চেষ্টা করলে তারা গুলি ছোড়ে। এ সময় অনেকে সিরিয়ায় পালিয়ে যেতে পারলেও ২৭ জন নিহত হন। এ খবর দিয়েছে রয়টার্স।
খবরে জানানো হয়, ওই ঘটনায় বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে জর্ডান। পাচারকারীরা ট্রাকে ভরে এই মাদক জর্ডানে প্রবেশের চেষ্টা চালায়। এদিকে জর্ডানের অভিযোগ, ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এবং দক্ষিণ সিরিয়া নিয়ন্ত্রণকারী বিভিন্ন গোষ্ঠী এসব মাদক পাচারের সঙ্গে জড়িত। তবে হিজবুল্লাহ এমন অভিযোগ অস্বীকার করেছে।।
Drop your comments: