আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়নের শুকুর হাটা গ্রামে দুই শতক জায়গার উপর দুই রুমের আধা পাকা ঘর পেলেন ভূমিহীন জরিনা বেগম(৭০) স্বামী মৃত্যু সামা গাজী।
সত্তর বছর বয়সী জরিনা বেগম পুলিশদের উদ্দেশ্য করে বলেন,আমার স্বামী,ছেলে মেয়ে কেউ নেই। ছিলাম ভূমিহীন, এখন জমি ও ঘরের মালিক,এই স্যাররা ঘর দিয়ে আমাকে অনেক উপকার করেছে।
ডিআইজি হায়দার আলী বলেন,সারা বাংলাদেশে প্রতি উপজেলায় শেখ হাসিনার উপহার স্বরূপ পুলিশের সহায়তায় গরীব অসহায় ভুমিহীনদের একটি করে বাড়ি উপহার দেওয়ার হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় ঘর পরিদর্শন করেন মোঃ হায়দার আলী খান ডি আই জি( অপারেশন)মিডিয়া এন্ড প্লানিং পুলিশ হেডকোয়ার্টার,এ সময় উপস্থিত ছিলেন,ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, ওসি ওয়াহিদুজ্জামান, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ঠিকাদার ব্যবসায়ী ফিরোজ আহমেদ (ডাবলু) প্রমুখ।