চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে। বৃহস্পতিবার (৯ই নভেম্বর) সকালে উপজেলার মেদিনীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মেদিনীপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত নিজাম গাজীর ছেলে আব্দুল লতিফ (৪৩) একই এলাকার হামিদ বিশ্বাসের ছেলে টনিক (২৬) এবং তৈয়ব আলী মণ্ডলের ছেলে ফিরোজ আলী মণ্ডল (২৭)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জীবননগর থানার এসআই এস.এম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ওই গ্রামের বটতলা তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হতে ৩৫ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।