কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে দু‘দিনব্যাপী দুর্যোগে নারী নেতৃত্বের বিকাশ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার টিডিএইচ ফাউন্ডেশন মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (বিডিপিসি) এর উদ্যোগে দু‘দিনব্যাপী নারী নেতৃত্বের বিকাশ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জেন্ডার বিশেষজ্ঞ এ,বি,এম আক্তার হোসেন, নারায়ন ভৌমিক পিন্টু, সিসিলিয়া ঢাকী, আব্দুস সামাদ মিয়া ও ডলি আক্তার।
Drop your comments: