সাবেক যুবলীগ নেতা ঈসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত।
বৃহষ্পতিবার (১ জুন) সকালে আদালতে হাজির হন ঈসমাইল হোসেন চৌধুরী সম্রাট। এ সময় সম্রাটের আইনজীবী জামিন স্থায়ীকরণ, পাসপোর্ট ফেরত ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে বিশেষ জজ আদালত ৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান দুই মাসের জন্য পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দেন। একই সাথে বিদেশে যাওয়ার দিন থেকে সেখানে এক মাস অবস্থানের অনুমতি দেয় বিচারক। তবে এদিন চার্জ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। আগামী ৬ জুলাই ধার্য তারিখ পর্যন্ত সম্রাটের জামিন বর্ধিত করে পরবর্তী শুনানির আদেশ দিয়েছে আদালত।
Drop your comments: