May 30, 2023, 3:06 am
সর্বশেষ:

চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় মরিশাসের প্রেসিডেন্ট

  • Last update: Thursday, May 11, 2023

ইন্ডিয়ান ওশান কনফারেন্সে (আইওসি) যোগ দিতে মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী সযুক্তা রূপন রয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) সকাল ৮টা ৪০ মিনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। ১৪ মে সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন মরিশাসের প্রেসিডেন্ট।

Advertisements

সফরের প্রথম দিনে বিকেল ৩টায় তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে সম্মান জানাবেন। এরপর তিনি বঙ্গবন্ধু স্মৃতি ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় দিনে তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন। আগারগাঁওয়ে মুক্তিযোদ্ধা জাদুঘরও পরিদর্শন করবেন তিনি।

সফরকালে আইওসি সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সাথে তার সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার পৃথক কোনো সাক্ষাৎ নেই। তবে আইওসি সম্মেলনে অংশ নেয়া অতিথিদের জন্য সরকার প্রধানের দেয়া নৈশভোজে থাকবেন পৃথ্বীরাজ সিং রূপন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC