October 25, 2024, 1:53 am
সর্বশেষ:
হাসপাতালে অকার্যকর যন্ত্রপাতি, ডাক্তার সংকট রুগীরা ভোগান্তিতে বাঁশ ও কাঠ বোঝাই দুইটি গাড়ি জব্দ কুড়িগ্রামে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন শিক্ষার্থীদের ব্যবহার করে অপকর্ম ঢাকতে মরিয়া প্রধান শিক্ষক লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক মিনহাজ আওয়ামীলীগ নেতাকে মামলা থেকে বাঁচাতে বিএনপি নেতার দৌড়ঝাঁপ চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ বাঁশখালীর ‘সরল কাহারঘোনা সংস্কার’ পরিষদের উদ্যোগে রাস্তা সংস্কার বেনাপোল স্থলবন্দর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে স্টেশনের কর্মকর্তা আলফাডাঙ্গায় নাজমা ক্লিনিকে পাঁচ সন্তানের জন্ম দিলেন দুই মা

চারগ্ৰামের মানুষের চলাচলের রাস্তটি ভেঙে ভোগান্তি চরমে!

  • Last update: Sunday, May 28, 2023

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চলতি মাসের গত কয়েক দিনের টানা বর্ষণ আর ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের ছড়ারপার সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঢলে গ্রামীণ এই সড়কটির প্রায় ৩০ ফুট অংশ বিলীন হয়ে গেছে। এতে করে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন চারটি গ্রামের হাজারো মানুষ।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের ছড়ারপার মাটির (গ্রামীন) সড়ক দিয়ে চারটি গ্রামের লোকজন চলাচল করেন। গত দু’দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এই সড়কটির প্রায় ৩০ ফুট জায়গা নিয়ে ভেঙে ধসে যায়। এতে করে সরাসরি যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন আশপাশের এলাকার বাসিন্দারা।

রোববার (২৭ মে) সরেজমিনে ঘুরে এলাকার বাসিন্দা কৃষক সেলিম খান ও আব্দুস সালাম বলেন, ‘প্রতি বছর বর্ষার সময় একাধারে বৃষ্টি হলেই সড়কটির মাটি ধসে যায়। বছরে বছরে কমপক্ষে ২ থেকে ৩ বার সড়কটি এভাবে ভেঙ্গে পড়ে। ইউপি পরিষদ থেকে মেরামত করে দিলেও আবার ভেঙ্গে যায়। সড়কটির পাশে বাঁধ দিয়ে একটি ফিসারি করার কারণে পাহাড়ি ঢলের পানি ছড়ায় পড়ে, সেই স্রোতের তীব্রতা তখন বেড়ে যায়। এতে তীব্র স্রোতে সড়কটি বারবার ভেঙ্গে পড়ে। ফিসারি না থাকায় আগে স্রোতের পানি বিভিন্ন দিকে প্রবাহিত হবার মত রাস্তা ছিল স্রোত হলে কোন ক্ষতি হত না।
এজন্য ছড়ায় স্রোত কম থাকতো। এবার ফিসারির বাঁধের কারণে পানি চলাচলে বাঁধা সৃষ্টি হওয়ায়, স্রোতে বেড়ে গেছে। স্থায়ীভাবে সড়কটি রক্ষণাবেক্ষণ প্রয়োজন, ‘যোগ করেন সেলিম ও সালাম।

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছাঃ রুশনা বেগম বলেন, ‘রাস্তা ধসে যাওয়ার খবর শুনেছি। ছড়ায় স্রোত থাকায় রাস্তাটি ঠিকছে-না। সেখানে গার্ডওয়াল দিতে হবে নতুবা বারংবার এভাবে ভেঙ্গে পরবে। ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কথা বলে দ্রুত মেরামত করে দেওয়া হবে।

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, ‘এই ওয়ার্ডের ইউপি সদস্যকে সেখানে পাঠিয়েছি। সড়কটি যাতে আর না ভাঙে, সে জন্য স্থায়ীভাবে টেকসই কাজ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC