রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহের শেষে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফর করবেন। পুতিনের সহযোগী ইউরি উশাকভ এ কথা জানিয়েছেন।
টেলিগ্রাম চ্যানেলকে তিনি বলেন, এটি হবে একটি কর্মময় সফর। সৌদি আরবে পুতিন সে দেশের যুবরাজের সাথে বৈঠক করবেন। এর আগে আমরা সংযুক্ত আরব আমিরাত সফর করব।
কোভিড-১৯ এর আগে ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফর করেন পুতিন।